Policy

অনুগ্রহ করে সতর্কতার সাথে পড়ুন

১. “প্রাণী পাঠশালা” প্রাণী সম্পর্কিত একটি উন্মুক্ত পাঠশালা। এখান থেকে প্রাপ্ত সমস্ত তথ্য বিনিময় যোগ্য ও ব্যবহার যোগ্য। তবে কোন অবস্থাতেই বিক্রয়ের জন্য অনুমদিত নয়।

২. “প্রাণী পাঠশালা” তে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃক অনুদৃত সিলেবাস অনুযায়ী অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সমস্ত নোট বা গাইডলাইন পাওয়া যাবে। আমি আশাকরি তাতে করে অনেক ছাত্র-ছাত্রীকে ভালো ফলাফল আনায়নে সাহায্য করবে।

৩. নোটগুলি তৈরী করতে অনেক দেশ বিদেশী বইয়ের সাহায্য নেওয়া হয়েছে। নোট তৈরী করতে যে সকল বইয়ের সাহায্য নেওয়া হয়েছে তা প্রতিটি প্রশ্নের উত্তরের নিচে ‘উৎস’ অংশে উল্লেখিত হয়েছে। 

৪. “প্রাণী পাঠশালা” তে বিভিন্ন প্রশ্নের উত্তর ছাড়াও প্রাণী সম্পর্কিত আরও অনেক তথ্য আছে। যা প্রাণী সম্পর্কিত বিস্তর জ্ঞান অর্জনে সহায়তা করবে।

৫. “প্রাণী পাঠশালা’ মনে করে পৃথিবীর সমম্ত প্রাণীই ঈশ্বরের অনন্য সৃষ্টি এবং তাদের বেঁচের থাকার অধিকার সমান। শুধুমাত্র প্রাণী সম্পর্কিত জ্ঞান অর্জনের মাধ্যমেই এই ধারনা অটুট করা সম্ভব।

৬. “প্রাণী পাঠশালা” শুধুমাত্র ছাত্রদের ভালো ফলাফলের লক্ষে তৈরী হয় নাই। এই সাইটটি বেকারত্ব দূরীকরনেও সাহায্য করে। এই সাইটের “ব্যবহারিক প্রাণিবিদ্যা” অংশে এমন অনেক লেখা পাবেন যা পাঠককে শেখাবে কি করে প্রাণিবিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে সাবলম্বী হওয়া যায়।

৭. “প্রাণী পাঠশালা” বিশ্বাস করে খামার ও মাৎস চাষ বাংলাদেশের বেকারত্ব দূরীকরনে অনেক অংশে সাহায্য করবে। আর এ সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবার জন্য “প্রাণী পাঠশালা” একটি উত্তম উৎস হতে পারে।

৮. এই সাইটের তথ্য সংগ্রহের জন্য অনেক দেশী বাংলা বইয়ের সাহায্য নেওয়া হয়েছে, যাদের কপিরাইট সম্পর্কিত কোন তথ্য আমার কাছে নাই। আমি এই সকল তথ্য উদার মনে প্রাণী সম্পর্কিত জ্ঞান ছড়িয়ে দেবার জন্য সংগ্রহ করেছি। কোন লেখকের বা প্রকাশনার ব্যবষায়িক ক্ষতির করা আমার উদ্দেশ্য নয়। আমি বিশ্বাস করি জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে সহজ পথ হল মাতৃভাষায় জ্ঞান অর্জন। আর অনলাইন সেই পথকে আরো সহজ করেছে।

৯. এই সাইটের সমস্ত লেখা্ কপিরাইট দ্বারা সংরক্ষিত তাই সরাসরি এই সাইটের কোন লেখা কপি করতে পারবেন না। আপনি চাইলে নোটগুলো ও আর্টিকেল পিডিএফ ফাইল আকারে সংরক্ষন করে রাখতে পারেন। সংরক্ষনের পদ্ধতি জানার জন্য সাহায্য লেখটিতে ক্লিক করুন।

১০. আপনি চাইলে আমার এই সাইটে আপনার লেখা পোষ্ট করতে পারে। নোট বা আর্টিকেল লেখার জন্য উপযুক্ত ছবি ও বিবরন সহাকারে zoologyraj@gmail.com এই ঠিকানায় প্রেরণ করুন এবং তার সাথে আপনার একটি ছবি ও নিজের সম্পর্কিত ছোট আকারে তথ্য লিখে পাঠান। আপনার পাঠানো প্রশ্নের উত্তরের নিচে আপনার Bio টি স্থান পাবে।

১১. আমার প্রেচেষ্টা আছে কিন্তু বিস্তর ধারনা নেই তাই পাঠকের কাছে থেকে সাহায্য চাই যে কি কি করলে আমি আমার সাইটিকে আপনাদের কাছে আরো বেশি প্রয়োজনীয় করে তুলতে পারি।

No comments:

Post a Comment

প্রিয় পাঠক, আর্টিকেলটি কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানান। যদি এই আর্টিকেলে আরো কিছু সংযোজন কিংবা বিয়োজন করার দরকার পরে তবে দয়াকরে কমেন্ট করে জানান। যদি পুরো আর্টিকেলকেই সংশোধন করার প্রয়োজন হয় তবে আমাকে এই আর্টিকেলের স্ক্রিনশট সহ আপনার বক্তব্য মেইল করে পাঠান zoologyraj@gmail.com এই ঠিকানায়। আপনার বস্তুনিষ্ঠ মতামত অনেক পাঠককে অনেক বেশি কিছু জানতে সাহায্য করবে।