কুনো ব্যাঙ

কুনোব্যাঙ (বৈজ্ঞানিক নাম: Bufo melanostictus, সম্প্রতি নামকরণ হয়েছে Duttaphrynus melanostictus) (ইংরেজি: Asian Common Toad) Bufonidae (বুফোনিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Bufo (বুফো) গণের এক প্রজাতির অতি পরিচিত একটি ব্যাঙ। ভারত ও বাংলাদেশ ছাড়াও দক্ষিণ, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অধিকাংশ দেশে প্রজাতিটি দেখা যায়। বাড়ির আনাচেকানাচে সর্বত্রই এদের দেখা যায়। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।
এরা সাধারণত রাতের বেলা বের হয়। দিনের বেলা ঘরের কোনে অথবা দেয়ালের ফাঁকা জায়গা অথবা মাটির গর্তে বাস করে। তাই এদের কুনো ব্যাঙ বলা হয়। এরা মেরুদন্ডী প্রাণী। এরা সাধারণত পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। এদের গায়ে আচিলের মত ছোট ছোট অনেক দাগ থাকে। এর সাহায্যে এদের সহজেই চেনা যায়। শীতকালে এরা শীত নিদ্রায় চলে যায়।


আমি পল্লব কুমার সরকার। রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ২০০৫-২০০৬ সেশনের অনার্স ব্যাচ ও ২০০৯-২০১০ সেশনের মাস্টার্স ব্যাচ। রাজশাহী কলেজ তথা প্রাণিবিজ্ঞানকে ভালোবেসে আমার এই উদ্দ্যোগ। আমি চেষ্টা করছি মাতৃভাষায় প্রাণিবিজ্ঞান সম্পর্কিত জ্ঞান আপনাদের কাছে পৌছে দিতে। আপনাদের সাহায্য ও সহযোগীতা পেলে আরও অনেকটা পথ যেতে পারবো বলে আমার বিশ্বাস। যদি কেউ এই সাইট থেকে সামান্যতম উপকৃত হন তবে আমার পরিশ্রম সার্থক হবে। আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়:zoologyraj@gmail.com.

No comments:

Post a Comment

প্রিয় পাঠক, আর্টিকেলটি কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানান। যদি এই আর্টিকেলে আরো কিছু সংযোজন কিংবা বিয়োজন করার দরকার পরে তবে দয়াকরে কমেন্ট করে জানান। যদি পুরো আর্টিকেলকেই সংশোধন করার প্রয়োজন হয় তবে আমাকে এই আর্টিকেলের স্ক্রিনশট সহ আপনার বক্তব্য মেইল করে পাঠান zoologyraj@gmail.com এই ঠিকানায়। আপনার বস্তুনিষ্ঠ মতামত অনেক পাঠককে অনেক বেশি কিছু জানতে সাহায্য করবে।