
মেয়ে ও পুরুষ পাখি মিলে গাছের মরা ডাল বা যুৎসই ডালে মাপমতো গর্ত খুঁড়ে বাসা করে। ডিম পাড়ে। ছানা ফোটায়। মূল খাদ্য এদের বিভিন্ন রকম ফল। খায় হা-ভাতের (নাকি হা-ফল?) মতো। বট-অশ্বত্থ-পাকুড়-বলা ফলই বেশি প্রিয়। তাল-খেজুরের রস পান করে। প্রয়োজনে পোকা-মাকড়ও খায়। চিবুক-গলা ও বুকের উপরিভাগ নীল। গলার দু’পাশে নীলের পাশে লাল ছোপ আছে। বুক-পেট ও লেজের নিচটা সবুজ। চোখ কালো, বৃত্ত কমলা। ডানা, পিঠ ও লেজের উপরিভাগ গাঢ় সবুজ। মাথা লাল, তার ওপরে কালচে রঙের একটি ব্যান্ড। কপাল ও মাথার পেছন দিকটাও লাল
No comments:
Post a Comment
প্রিয় পাঠক, আর্টিকেলটি কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানান। যদি এই আর্টিকেলে আরো কিছু সংযোজন কিংবা বিয়োজন করার দরকার পরে তবে দয়াকরে কমেন্ট করে জানান। যদি পুরো আর্টিকেলকেই সংশোধন করার প্রয়োজন হয় তবে আমাকে এই আর্টিকেলের স্ক্রিনশট সহ আপনার বক্তব্য মেইল করে পাঠান zoologyraj@gmail.com এই ঠিকানায়। আপনার বস্তুনিষ্ঠ মতামত অনেক পাঠককে অনেক বেশি কিছু জানতে সাহায্য করবে।